চুয়াডাঙ্গায় নিম্নমানের খেজুর সংরক্ষণ এবং খাবারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সুগন্ধি ব্যবহার করায় তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তার নিয়মিত অভিযানে চুয়াডাঙ্গা শহরের একটি কোল্ড স্টোরে নিম্নমানের খেজুর সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ জন্য চুয়াডাঙ্গা কোল্ড স্টোর নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিষ্টান্ন ও খাবারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সুগন্ধি ব্যবহার করায় চুয়াডাঙ্গা বড় বাজারের খন্দকার সুইটসকে ৪০ হাজার ও সাম্পান ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।