ভারত থেকে অবৈধভাবে আনা ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকালে বিজিবি-৩৯ ব্যাটালিয়ন থেকে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, ভোরে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপি এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপির পাশে সমুশচূড়া গ্রাম থেকে এসব মাংস জব্দ করা হয়।
সে সময় চোরাকারবারিরা অভিনব পন্থায় ফ্রিজিং কাভার্ড ভ্যানযোগে ভারতীয় গরুর মাংস অবৈধভাবে নিয়ে আসছিল। হলদীগ্রাম বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৫ হাজার টাকা। এ সময় ফ্রিজিং কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল আউয়াল বলেন, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। এমন অভিযান অব্যাহত থাকবে।