টাকার অভাবে পাঠ্যবই কিনতে না পেরে অন্ধকার দেখছিলেন বোচাগঞ্জের বিপ্লব চন্দ্র রায়। বিষয়টি জেনে তার পাশে দাঁড়ান বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। শুভসংঘের বই পেয়ে আনন্দিত বিপ্লব। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাড়েয়া ছোট সুলতানপুর গ্রামের ভ্যানচালক মুনিলাল রায়ের ছেলে। তার মা গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে বিপ্লব ছোট। তিনি সেতাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা গতকাল সকালে বিপ্লব চন্দ্রের হাতে পাঠ্যবই তুলে দেন। বই পেয়ে বিপ্লব বলেন, ‘ভাবতে পারিনি বসুন্ধরা শুভসংঘ আমাকে বই দেবে। টাকার জন্য এত দিন বইগুলো কিনতে পারিনি।
এখন আর লেখাপড়া করতে সমস্যা হবে না। বসুন্ধরা শুভসংঘের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।’ বই দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন, মিরাজুল ইসলাম মিরাজ, হাসিবুল ইসলাম হাসিব, তারেক, রিয়ান বাদশাহ, নাজিম, মাফিয়া, সোহান প্রমুখ।