অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউপির বুদুর বাঁশেরতল আত্রাই নদীর তীরে শ্মশান এলাকায় বুড়াখাঁ পিরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। গতকাল সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, আজিজার রহমান আইয়ুবী, আবদুল বাসেদ, রবিউল হাসান রাজু, মোখতার হোসেন শেখ প্রমুখ।