গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়কদের ওপর হামলায় জড়িতদের শনাক্তকরণে ১৩ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার মানবিকী অনুষদের ডিন মো. আবদুর রহমানকে পুনর্গঠিত তদন্ত কমিটির সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মাহবুবুল আলম গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার পরীক্ষা শেষে বের হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেয়। এতে দুই সমন্বয়কসহ চারজন আহত হন।