বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামের আরেক বন্ধু খুন হয়েছেন। গতকাল সকালে শহরের ফুলবাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনউদ্দিন জানান, হত্যার শিকার হৃদয় ও তার বন্ধুরা একটি অপরাধী চক্রের সদস্য।
তারা চুরি, ছিনতাই, মাদকসেবন ও বিক্রিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। মাদকসেবন নিয়ে বিরোধের জেরে হৃদয়ের বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।