নওগাঁয় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর আসামিরা লাশের দাফনেও সহযোগিতা করেন। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সফিউল সারোয়ার। গ্রেপ্তাররা হলেন- পত্নীতলা উপজেলার কোতালী এলাকার মামুনুর রশিদ (৩৬), রুবেল হোসেন (২৫) ও রাজু হাসান (৩২)। হত্যাকান্ডের শিকার জাহিদুল ইসলাম (৪১) একই এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৫ ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে গলা কেটে হত্যার পর লাশটি পত্নীতলা থেকে একটি অটোচার্জার ভ্যানে করে মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের আরমান সরদারের জমির পাশে কালভার্টের নিচে ফেলে রেখে যায় আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী থানায় মামলা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফারজানা হোসেন, মহাদেবপুর থানার ওসি হাসমত আলী প্রমুখ।