কুষ্টিয়ায় একটি পুকুর থেকে গতকাল এক নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মাদারীপুরের কালকিনি ও শিবচরে নারীসহ দুজনের লাশ এবং নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির পচা লাশ ও সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের খবর-
কুষ্টিয়া : মিরপুরে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুর থেকে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত লাশ পুলিশ উদ্ধার করেছে। মঈন উদ্দীন (৩০) উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। মিরপুর থানার ওসি মমিনুর রহমান বলেন, মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর : কালকিনিতে পরিত্যক্ত একটি ডোবা থেকে গতকাল সন্ধ্যায় হিরন নেছা (৬৫) নামে এক নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সময় শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশে মুন্না মির্জা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্না ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে পচা বিকৃত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন (৩০) নামে হাত-পাঁ বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌপুলিশ। নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়ে জানা যাবে।