নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কার্যালয়ে মহানগর যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির বিরুদ্ধে হট্টগোল করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। মোয়াজ্জেম হোসেন জানান, এটা নরমাল বিষয়, চলতি পথে যে কোনো সময়ে তর্ক হয়ে থাকে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনও বিষয়টি হালকা এবং অতি সাধারণ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, পরে মোয়াজ্জেম ক্ষমা চেয়ে চলে গেছেন।