সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে একটি অস্ত্র ও গুলিসহ মজনু বাহিনীর তিন সদস্যকে আটক করেছে জেলেরা। অপহৃত জেলেদের প্রতিরোধের মুখে আটক এই তিন বনদস্যুকে অস্ত্রসহ দুবলারচরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে আটকরা হলেন- সাতক্ষীরার রবিউল, বাগেরহাটের মুন্না ও জাহাঙ্গীর।
সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলা শুঁটকি পল্লীর সাত জেলে একটি ফিশিং ট্রলারে করে সমুদ্রে মাছ আহরণ শেষে রবিবার সন্ধ্যার দিকে ফেরার পথে মান্দারবাড়িয়া এলাকায় বনদস্যুরা তাদের অপহরণ করে। বনদস্যুরা ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে অপহৃতরা দস্যুদের ওপর হামলা করে। এ সময় কয়েকজন খালে পড়ে পালিয়ে গেলেও একটি একনলা বন্দুক ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে জেলেরা।
এদিকে আটক এসব বনদস্যুদের নিয়ে সুন্দরবনে অভিযান চলছে বলে জানিয়েছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা।