শৈলকুপায় ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় হামিদুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলা শহরের চৌরাস্তা মোড় থেকে আটক হন তিনি। হামিদুর উপজেলার রয়েড়া গ্রামের হারুনের ছেলে এবং উমেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সহকারী পুলিশ সুপার আমিত কুমার জানান, হামিদুর রহমান নামে একজনকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।