কালীগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক জুতা বিক্রেতার (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল টঙ্গী-ভৈরব রেলসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার পরনে ফুল হাতা গেঞ্জি ও চেক ট্রাউজার রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে জুতা বিক্রির সময় ওই ব্যক্তি বালীগাঁও এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।