বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন। একমাত্র আসামি রকিবুল হাসান রকি তালুকদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। রকি উপজেলার পাঁচথুপী গ্রামের দুলাল তালুকদারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা এবং আদালতে জাবনবন্দি রেকর্ড করা হয়েছে।