প্রিপেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে গতকাল গাইবান্ধা ও দিনাজপুরে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি এই কর্মসূচির আয়োজন করেছে। অরপরদিকে দিনাজপুরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো (পিএলসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন- সোলায়মান মোল্লা, রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, আবুল হোসেন প্রমুখ।