পিরোজপুরের ভান্ডারিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পশারীবুনিয়া গ্রামে গতকাল ভোর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের দৌলত শাহের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেলিমের ছেলে জসিম জানান, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নেয়। রাতে বাবা আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।