কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটকের অভিযোগে স্বামী নূর মোহাম্মদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুরের করেরগাঁও এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নূর মোহাম্মদ ওই এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার নেওয়াজ আলীর ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে নার্গিস আক্তারকে (২২) যৌতুকসহ নানা অজুহাতে নির্যাতন করতেন নূর মোহাম্মদ। শনিবার সকালেও তাঁকে বেধড়ক মারধর করেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে আত্মহত্যার নাটক সাজান স্বামী। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী নূর মোহাম্মদকে আটক করে থানায় পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।