গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ কারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের ব্যানারে এ সমাবেশ করা হয়। পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু এতে সভাপতিত্ব করেন।
২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে আহতদের কেউ পঙ্গু হয়েছেন। কেউ কর্মক্ষমতা হারিয়েছেন। তিন সাঁতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যার পর থমাস হেমব্রম বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৩৩ জনকে আসামি করে মামলা করেন। সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আকন্দসহ মূল আসামির কেউই গ্রেপ্তার হয়নি।