‘এক টাকায় সুখের ছোঁয়া, সবার জন্য আমাদের চাওয়া’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে হতদরিদ্রদের জন্য বসছে এক টাকায় বাজার। সহায়তায় পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল ব্যতিক্রমী বাজার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।
তিনি বলেন, এক টাকায় বাজারের উদ্দেশ্য স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিস কেনার
ব্যবস্থা করে দেওয়া। এ উদ্যোগ স্বল্প আয়ের লোকজনের উপকারে আসবে আমি বিশ্বাস করি। সকালে উদ্বোধনের পর থেকে ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে ওঠে বাজার। এখানে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলুসহ আট ধরনের পণ্য রয়েছে। সব আইটেমের দাম ১ টাকা। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা
শাখার সহসভাপতি মোজায়াতুল ইসলাম বলেন, এক টাকার বাজারের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই পাহাড়ে সম্প্রীতি বজায় রাখার জন্য সবাই মিলেমিশে থাকতে চাই।