নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে কৃষক দলের সমাবেশে হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে শুক্রবার বিকালে। রাতেই শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে এর প্রতিবাদ জানিয়েছে জেলা কৃষক দল।কোম্পানীগঞ্জ উপজেলার জাইকা আশ্রয়ণ কেন্দ্র মাঠে শুক্রবার বিকালে কৃষক দলের সমাবেশ চলছিল। তখন আকস্মিকভাবে কয়েকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস, সদস্যসচিব মনির আহাম্মদসহ সাতজন আহত হন। পণ্ড হয়ে যায় সমাবেশ। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়। গুরুতর আহত জান্নাতুল ফেরদাউসকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহী বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে সমাবেশ আয়োজন করা হয়। একদল যুবক অতর্কিত সেখানে হামলা চালায়। সমাবেশে ব্যবহৃত পাঁচটি মাইক নিয়ে যায় তারা। সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করে। পিটিয়ে আহত করে সাতজনকে। বিষয়টি দলের উচ্চপর্যায়ে জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘চরএলাহী ইউনিয়নে কৃষক দলের সমাবেশে হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’