বগুড়ার সারিয়াকান্দিতে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েছেন ২০ জন অসচ্ছল ও বিধবা নারী। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসব অসহায় ২০ নারী। সারিয়াকান্দি উপজেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব হলরুমে গতকাল দুপুরে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তৃতা করেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান। শুভসংঘ সারিয়াকান্দির সভাপতি সুজিত সাগরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সারিয়াকান্দি পৌর বিএনপি সভাপতি শাহাদত হোসেন সনি প্রমুখ। উপস্থিত ছিলেন উদীচী সারিয়াকান্দি শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, সারিয়াকান্দি শুভসংঘের উপদেষ্টা রণজিৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক এস এম সুলতানুজ্জামান সাজু। বক্তারা বলেন, অস্বচ্ছল নারীরা নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন, যাদের বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। দেশে আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। সেলাই মেশিন পাওয়া আকতার জাহান কণিকা বলেন, স্বামী গার্মেন্টে চাকরি করতেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রেইন টিউমারে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই বছরের ছেলেকে নিয়ে খুব কষ্টে মা-বাবার সংসারে বসবাস করছেন। খবর পেয়ে শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ নেন।
তিনি বলেন, বসুন্ধরার সহযোগিতায় আমাদের বিনামূল্যে ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে। বসুন্ধরা গ্রুপ আমাদের মতো অসচ্ছল নারীদের প্রতি এভাবে সহযোগিতার হাত বাড়াবে কখনো ভাবিনি। দোয়া করি বসুন্ধরা পরিবার যেন সব সময় ভালো থাকে।