যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে প্রাণ গেছে এক ছাত্রদল নেতার। এ ছাড়া বরিশাল, সিলেট ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
যশোর : ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৭) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফাহিম (২৫) নামে আরেক যুবক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাকিব যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
বরিশাল : আগৈলঝাড়ায় নসিমন উল্টে পুকুরে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত অশোক বিশ্বাস (৫৫) রামানন্দের আঁক গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে। এ সময় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেট : জকিগঞ্জে শুক্রবার রাতে মোটরসাইকেল-ঠেলাগাড়ি সংঘর্ষে নাসির আহমদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল দুই আরোহী। নিহত নাসির আহমদ জকিগঞ্জ উপজেলার কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে।
রাজবাড়ী : সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় মোকাররম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। মোকাররম কালুখালী উপজেলার বিকয়া গ্রামের মোতাহার মোল্লার ছেলে। তিনি কৃষি কাজ করতেন।