রূপগঞ্জে ওয়াসা প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি-লুটপাট ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের আট মাসের বকেয়া পরিশোধ দাবিতে মানববন্ধন হয়েছে। তারাব পৌরসভার রূপসী গন্ধর্বপুর এলাকায় ওয়াসা প্রকল্পে প্রধান গেটে গতকাল এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শত কোটি টাকার প্রকল্পে ব্যাপক লুটপাট হলেও সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান পাওনা টাকা এবং শ্রমিকরা আট মাসের বেতন পাননি। এক সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। জানা যায়, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্লান্ট প্রকল্পের অধীন নগরবাসীর পানির চাহিদা পূরণে বিগত সরকার মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়। প্রকল্প ব্যয় ধরা হয় ৫ হাজার ৬০০ কোটি টাকা। রূপগঞ্জের গন্ধর্বপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয় ২০১৯ সালে। পতিত সরকারের অন্য মেগা প্রকল্পের মতো হরিলুট হয়েছে এ প্রকল্পেও। সাত মাস ধরে বন্ধ আছে কাজ।