দীর্ঘ আট বছরেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রীবন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় আন্দোলনে নেমেছেন ছাত্র-জনতা। চারদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে ভিসিসহ শিক্ষক-কর্মচারীরাও গতকাল শিক্ষা মন্ত্রাণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
আন্দোলনরতরা জানান, বিশ্ববিদ্যালয়ে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করেছেন। তাঁরা নিজস্ব ক্যাম্পাসে পদচারণ ও আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও নানা প্রতিকূলতা মেনে নিয়ে কাজ করে যাচ্ছেন।
শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কমর্চারী, শাহজাদপুরের মানুষ এবং শুভানুধ্যায়ীরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানিয়ে আসছেন।
উপাচার্য প্রফেসর এস এম হাসান তালুকদার জানান, স্মারকলিপিতে সব শিক্ষক-কর্মচারী স্বাক্ষর করেছেন। আশা করছি সরকার দ্রুত ক্যাম্পাস নির্মাণে ব্যবস্থা নেবেন অথবা বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করবেন।