ফরিদপুরের মধুখালীর কামালদিয়া ইউনিয়নে কালপোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম চাতকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, স্কুলটির প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমানের ঘনিষ্ঠ হওয়ায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করেছেন। শিক্ষার্থীদের সেশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন আয়ের টাকা ব্যাংকে না রেখে নিজের কাছে রেখে ইচ্ছেমতো খরচ করেছেন। আয়-ব্যয়ের তথ্য গোপন রেখে স্কুল কমিটি ও শিক্ষকদের না জানিয়ে তা আত্মসাৎ করেছেন। আওয়ামী লীগ আমলে প্রধান শিক্ষক নাসিরুল ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বকু স্কুলের রিজার্ভ ফান্ডের ২ লাখ ভাঙিয়ে ভাগাভাগি করে নেন। বিভিন্ন সময় ভুয়া বিল-ভাউচারের নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সাবেক মন্ত্রী আবদুর রহমানের কাছের লোক হওয়ার সুবাদে কোনো কিছুরই তোয়াক্কা করতেন না। নাসিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ও স্কুলের সুনাম নষ্ট করতে একটি চক্র কাজ করছে।আমি কোনো অন্যায় ও দুর্নীতির সঙ্গে যুক্ত নই।