চাঁদপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। কাজের অগ্রগতি না থাকায় হচ্ছে জনদুর্ভোগ। সরকার পরিবর্তনের কারণে কাজের বিলম্ব হচ্ছে জানিয়ে আগামী দুই মাসের মধ্যে সব প্রকল্প সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। তিনি বলেন, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজ চলমান। অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যার কারণে কাজ সম্পন্ন করতে একটু দেরি হচ্ছে। শিক্ষার্থী মোকাদ্দেস মাহী ও ব্যবসায়ী জসিম উদ্দীন বলেন, চাঁদপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে। যার অধিকাংশের সড়ক-ড্রেন ভাঙাচোরা। ফুটপাতগুলোর জরাজীর্ণ অবস্থা। বৃষ্টি হলেই সড়কে পানি জমে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমে একাকার হয়ে যায় ধুলাবালুতে। ছোটবড় যানবাহন চলাচল করতে না পারায় বেড়ে যায় দুর্ভোগ। বেশি সমস্যা পোহাতে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের। বেশির ভাগ সড়কে রয়েছে ছোটবড় গর্ত, খানাখন্দ। দ্রুত সময়ের মধ্যে রাস্তা, ড্রেন ও ফুটপাতগুলোর কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। চাঁদপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে বলেন, ‘উন্নয়নমূলক কাজগুলো সামান্য পরিমাণ করার পরই ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতন হয়। অন্তর্বর্তী সরকার আসার পর দুটি প্রজেক্টের মাধ্যমে কাজগুলো শুরু করেন পৌর প্রশাসক। উভয় প্রজেক্টে মোট ২৫টি প্যাকেজের মধ্যে ১১টির কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলো চলমান।’ দ্রুত বাকি কাজ সম্পন্ন হবে আশা প্রকৌশলীর।