ঢাকা থেকে অপহৃত রোকনুজ্জামান খান (৪০) নামে এক ব্যক্তিকে তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে পৌর এলাকার গাবতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে তাকে উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। রোকনুজ্জামান ঢাকার পশ্চিম রামপুর হাতিরঝিল এলাকার নুর হোসেন খানের ছেলে। সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, নুরুজ্জামান একজন প্রতারক। বহু মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকা ও রাজশাহীতে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তর করা হবে। রোকনুজ্জামান খান জানান, ১৯ জানুয়ারি রাতে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ৭-৮ জন অস্ত্রের মুখে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয়।