জেলা জজসহ চারজন বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় শাখার সদস্যরা। বিচারকদের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী নিয়োগে অনিয়ম, ঘুষবাণিজ্যের অভিযোগ তোলা হয়। বিষয়টির সুষ্ঠু তদন্তেরও দাবি জানান শিক্ষার্থীরা।
পঞ্চগড় জেলা জজ আদালতের সামনের সড়কে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে মিছিল নিয়ে আধুনিক সদর হাসপাতাল, পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয় হয়ে আবার জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। ফজলে রাব্বীসহ স্থানীয় সমন্বয়করা বক্তব্য দেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ম ল, ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও আবু হেনার পদত্যাগ দাবি করেন। না হয় দুর্বার আন্দোলনের ঘোষণা দেন।