পাবনায় মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে প্রকল্পের ৬০টি পরিবার। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি প্রশাসনকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসন নিশ্চিত করার দাবি তাদের। স্থানীয় ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, তার ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় সরকারি ঘর পায় ভূমিহীন ৬০টি পরিবার। ওই জায়গার ওপর নজর পড়ে একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকেন তারা। গত ৮ আগস্ট রাতে আশ্রয়ণের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর ছাড়তে বাধ্য করে সন্ত্রাসীরা। এরপর তাদের সামনে গুঁড়িয়ে দেওয়া হয় ঘরগুলো। ঘর হারিয়ে কেউ অন্য জায়গায় কেউ খোলা আকাশের নিচে কষ্টে দিন কাটাচ্ছেন। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম জানান, এখানে আমি নতুন এসেছি, তবে ঘটনাটি শুনেছি। অগ্রগতি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে হবে।
পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।