লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল সড়ক অবরোধ করে রাখেন তারা। বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলকারী যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।