নিজের দাদার দান করা জমিতে প্রতিষ্ঠিত স্কুলে দাতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে যুক্ত করেন বাবার নাম। এর জেরে চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষ হয় ইউপি চেয়ারম্যানের। চাচাতো ভাইরা দ্বারস্থ হন আদালতের। অবশেষে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। চার্জশিট দাখিলের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় আমলে নিয়ে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে পদ থেকে সাময়িক বরখাস্ত করে। মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
স্থানীয় সূত্র জানায়, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা তার দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে নিজের প্রয়াত পিতা আবদুল মতলিবের নাম যুক্ত করেন। এর প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তার দুই চাচাতো ভাই জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের মারধর ও কুপিয়ে জখম করে। পরে দুই সহোদর থানায় মামলা করলে চেয়ারম্যানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।