নড়াইলে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলো বাওয়া উৎসব। গতকাল নড়াইল সদর উপজেলার সিঙ্গা-শোলপুর ইউনিয়নের ‘দুধপানতা বিলে’ শতাধিক মাছ শিকারি পলো হাতে ঝাঁপিয়ে পড়েন। জানা গেছে, দেশি মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত নড়াইল জেলা। জেলায় মধুমতি, চিত্রা, নবগঙ্গা, কাজলা নদীসহ অসংখ্য খাল-বিল রয়েছে। এসব নদী-খাল-বিলে মিঠা পানি প্রবাহিত হওয়ায় মাছের প্রজনন ভালো হয়। যে কারণে ইছামতি বিল, চাঁচুড়ি বিল, কাড়ার বিল, নলামারা বিলসহ অসংখ্য বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। সরেজমিন গিয়ে দেখা যায়, নড়াইল সদর উপজেলার ‘দুধপানতা বিলে’ সকাল থেকেই হই হই করে পলো হাতে মাছ শিকারে নেমে পড়েন শতাধিক মানুষ। ঝপ ঝপ, চপ চপ শব্দের তালে তালে চলতে থাকে পলো বাওয়া। সদরের বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের ইবাদুল মোল্যা বলেন, শীতকালে বিলে হাঁটু পানি থাকায় পলো দিয়ে মাছ ধরার উৎসবে আমরা মেতে উঠি।
নড়াইল সদরের সিঙ্গা-শোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামের সৌখিন মাছ শিকারি কামরুল ইসলাম বলেন, এক সময়ে পলো দিয়ে অনেক মাছ পাওয়া গেলেও এখন একেবারেই কমে গেছে। স্থানীয় শ্যামল কুমার ঘোষ বলেন, নড়াইলের খাল বিলে মিঠা পানি প্রবাহিত হওয়ায় দেশি প্রজাতির মাছের প্রজনন ভালো হয়। তাই এ এলাকায় প্রচুর দেশি প্রজাতির মাছ পাওয়া যায়।