গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহাদৎ হোসেন সরদার দুলাল নামে এক যুবদল নেতাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুলাল। সোমবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহাদৎ হোসেন সরদার দুলাল গাইবান্ধা জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি উপজেলার সোনারায় এলাকায়।