পঞ্চগড়ে তারুণ্য উৎসবে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল পঞ্চগড় স্টেডিয়ামে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক ওষুধপত্রও দেওয়া হয়। চক্ষুশিবিরে চিকিৎসা সহায়তা দেয় দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল। আন্ধেরী হিলফি বন নামে জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিক সহায়তা দেয়।
চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জেলা প্রশাসক মো. সাবেত আলী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।