শ্রীপুরে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। গতকাল উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহানসহ ১২ জন। কারখানার অ্যাডমিন ম্যানেজার শিপু চৌধুরী বলেন, শ্রমিকরা কাজ করার সময় সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের একটি মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে ১২ জন শ্রমিক আহত হন। তাদের কয়েকজনকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।