গোপালগঞ্জে ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। গতকাল মাদকদ্র্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক মো. নবী নেওয়াজের নেতৃত্বে একটি টিম টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রাম থেকে ইয়াবাসহ তাকে আটক করে। সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।