তিন দিনেও স্বাভাবিক হয়নি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পানি সরবারহ। পানির জন্য বিকল্প কোনো ব্যবস্থাও করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বাইরে থেকে পানি এনে জরুরি কাজ সারছেন তারা। শৌচাগারে ব্যবহারের পানিও লোকজনকে কিনে আনতে হচ্ছে। কেউ কেউ অনেক দূর হেঁটে ফিল্টার ও বাসাবাড়ি থেকে বোতল, বালতিতে করে পানি আনছেন। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, রবিবার রাতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আনা পানি দিয়ে গতকাল সকাল পর্যন্ত চলেছে। আবার জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে খাবার পানি আনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাড়াইল উপজেলার রাউতি গ্রামের শাহিনুল ইসলাম জানান, তিন দিন ধরে তার চাচাতো বোনকে নিয়ে হাসপাতালে আছেন। আসার পর থেকে দেখলাম বাথরুমে পানি নেই। সদর উপজেলার কাশোরারচরের আবদুল কাদির বলেন, মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসে। এ হাসপাতালের যে পরিবেশ, তাতে সুস্থ মানুষও অসুস্থ হতে সময় লাগবে না।