গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা ও বিপুল পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। টঙ্গী বাজার এলাকায় পরিবেশন অধিদপ্তরের (ঢাকা) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলামের নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালিত হয়। ৫০ হাজার টাকা জরিমানা করা হয় সালমান এন্টারপ্রাইজকে। জব্দ করা হয় ২ হাজার ৯৮৯ কেজি পলিথিন ব্যাগ। অপরদিকে টঙ্গী স্টেশন রোডে অভিযান পরিচালনা করে গাজীপুর সিটি করপোরেশন। অভিযানে সড়ক দখল, নিম্নমানের খাবার তৈরি, অপরিচ্ছন্ন পরিবেশে পরিবেশন করায় গ্রীন সুইটস রেস্তোরাঁকে ৫, জাহিদ এন্টারপ্রাইজকে ৫, সোলাইমান এন্টারপ্রাইজকে ৫, কবির স্টোরকে ৫, রনি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।