নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। ফতেপুর খেলার মাঠে দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে এ সমাবেশ হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে করা হয় দোয়া। মকবুল হোসেনের সভাপতিত্বে ও মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম টিটু।
অতিথি ছিলেন আতাউর রহমান, নিজাম উদ্দিন, ফজলুর রহমান, বাবুল হোসেন বিজয়, সেলিম হোসেন দিপু প্রমুখ।