বগুড়ায় পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালানো শাহাদত হোসেন ওরফে কলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ শুক্রবার রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বগুড়া পুলিশ লাইনসের রিজার্ভ পুলিশের সহকারী উপপরিদর্শক মফিজুল ও কনস্টেবল জাকিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
গত বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যায় কলম।