জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় সমাবেশ হয়েছে। সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে যুবদল কর্মী মনিরুল বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা এ ঘটনা ঘটে। আহত মনিরুল বিশ্বাস (৩৮) পাংশা উপজেলার পাট্টা গ্রামের আব্বাস বিশ্বাসের ছেলে।
গুলির ঘটনা কেন্দ্র করে পাট্টা ইউনিয়নে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাংশার কালিবাড়ি এলাকায় গতকাল হয়েছে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, এক যুবকের গুলিবিদ্ধের খবর শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।