বান্দরবানের আলীকদমে গতকাল ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়ছেন। এর আগে শুক্রবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহীর মৃত্যু হয়েছে।
বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার তারাবুনিয়ায় গতকাল দুপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন বাজারপাড়ার বেলাল (৩০), ছৈয়দ আমিন (১৮) ও মিনহাজ (১৮)। স্থানীয়রা জানান, দুপুরে কক্সবাজারের চকরিয়া থেকে মোটরসাইকেলে আলীকদম সদরে যাচ্ছিলেন তিন যুবক। পথে চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার এবং ট্রাকটিকে আটক করেন। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঝিনাইদহ : কালীগঞ্জ কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাভার্ডভ্যান চালক ছিলেন।