শ্লীলতাহানির মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর অভিযোগ করেছেন এক গৃহবধূ। বুধবার রাতে ওই গৃহবধূ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে এ অভিযোগ করেন। পরে মামলা নিয়ে অভিযুক্ত মনিরকে (৩৫) গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, শ্লীলতাহানির মামলা করতে গেলে দুই সপ্তাহ ধরে টালবাহানা করছিলেন রূপগঞ্জ থানার ওসি।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তারাব পৌর এলাকায় শ্বশুরবাড়ি বসবাস করে আসছেন। তাঁর স্বামী ও ছেলে সৌদিপ্রবাসী। ২৯ ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে মাদক কারবারি মনির (৩৫) মুখ চেপে ধরে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে তিনি দৌড়ে ঘরের দরজা বন্ধ করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রূপগঞ্জ থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে মামলা করতে গেলে ১৫ দিন ধরে নিই-নিচ্ছি বলে গড়িমসি করে আসছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। এরপর তিনি আইজিপির কাছে অভিযোগ করেন। অভিযোগকারী ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, বর্তমানে তিনি ওই মাদক কারবারির ভয়ে তাঁর বাবার বাড়ি অবস্থান করছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।