বুড়িচংয়ে বালু নিয়ে খেলায় চার বছরের এক শিশুকে পুকুরে ফেলে দেন শাহজাহান নামের এক শিক্ষক। শিশুর প্রতি নির্যাতনের বিষয়টি গতকাল ফেসবুকে ছড়িয়ে পড়ে। শাহজাহান বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনায় এলে শাহজাহান গা ঢাকা দেন। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, গতকাল ওই শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির মা ওই ব্যক্তিকে বলছিলেন, আপনার মধ্যে কি মনুষ্যত্ব নেই? আপনি আমার বাচ্চাকে পানিতে ফেলে দিলেন। আপনি এমন কাজ কীভাবে করতে পারলেন। একটু বালু ফেলে দিয়েছে বলে আপনি এভাবে আমার বাচ্চাকে পুকুরে ফেলে দিলেন? তখন ওই ব্যক্তি পাল্টা বলেন, তোমার বাচ্চা নাকি কার বাচ্চা এটা আমি দেখব না।