গাজীপুরের কোনাবাড়ীতে গতকাল আগুনে ছয়টি ঝুটের গুদাম ও কুমিল্লার লাকসামে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, রাত ৪টার দিকে কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় টিন শেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও পাঁচটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুটের ছয়টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে কুমিল্লার লাকসামে অগ্নিকান্ডে তিনটি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হামিরাবাগ গ্রামের আমিরুল ইসলাম ও তার চাচাতো ভাইসহ তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ৯টি ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।