প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- এস এম ফারুক (৬৮), কিশোরগঞ্জ শহরের জালাল উদ্দিন (৭০), এনামুল হক (৪৫), আরিফুল আউয়াল (৩৪), জাহাঙ্গীর আলম (৫০), আল মামুন (৪০), আজিজুল হক মাসুদ (৪৫), লিটন মিয়া (৪২) ও সবুজ মিয়া (৪৫)। র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, গ্রেপ্তাররা ভুয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্রের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সদর মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।