মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের দয়হাটা টেক্কা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে টেক্কা মার্কেট এলাকায় পাওনাদার দয়হাটা মরিচবাড়ী এলাকার মান্নুর কাছে খালেকের ছেলে শাওন তার পাওনা ৪৭ হাজার টাকা চান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শ্রীনগর থানার এসআই সালমান বলেন, ‘এ ব্যাপারে এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’