কনকনে শীত। মাঝে মাঝে মিষ্টি রোদ। পৌষের শেষ। এমন মনোমুগ্ধগর পরিবেশে পৌষ উৎসবের আমেজে মেতে উঠেন আবদুল্লাহ আল কায়েস, বদিউজ্জামান ফেরদৌসসহ সিরাজগঞ্জের কামারখন্দের বিএনপি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে পৌষ উৎসব উদ্যাপন করেন তারা।
আট শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষের অংশ গ্রহনে উৎসব পরিণত হয় বিএনপির মিলন মেলায়। পৌষ উৎসবে নেতাকর্মীরা নতুন ধানের ভাত, ডাল, ডিম ও সবজি রান্না করে পরিবেশন করেন।
পৌষ উৎসবে প্রধান মেহমান ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবদুল্লাহ আল কায়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।
উৎসবে অংশগ্রহনকারীরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ উৎসব যাকে আমরা পুষুরা বলি সেই ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নেতাকর্মীর মিলনমেলা হয়েছে। এতে নিজেদের মধ্যে হৃদতা বাড়াবে এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবে।