টেকনাফের বাহারছড়ায় সুপারি বাগানে পেয়ারা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মো. রাশেদ ওরফে নুর (২০)। তিনি উপজেলার বাহারছড়া শামলাপুর পশ্চিমপাড়ার রশিদ আহমেদের ছেলে।
নিহতের ভাগিনা কায়সার মাহমুদ বলেন, বুধবার সকালে নুর নাহার নামে এক নারী সুপারি কুড়াতে গিয়ে লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পা মাটিতে লাগানো ছিল। পুলিশ লাশ উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা জানান, লাশে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।