কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আগুনে পুড়েছে তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ইকো রিসোর্টগুলো হলো- গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ও সাইরি ইকো রিসোর্ট।
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মধ্যরাতে সৈকতের গলাচিপায় সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনাকক্ষে শর্টসার্কিট থেকে আগুনের উৎস ধারণা করা হচ্ছে।
আগুনে সাইরির অভ্যর্থনাকক্ষ, পাশে থাকা বিচ ভ্যালির ১৮টি এবং কিংশুক ইকো রিসোর্টে সাতটি কক্ষ পুড়ে যায়। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানান দ্বীপের বাসিন্দা জমির। তিনি বলেন, দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন নেই। কোথাও আগুন লাগলে স্থানীয় লোকজন, পর্যটক ও কোস্টগার্ড নিয়ন্ত্রণে কাজ করে। কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার পরিবার নিয়ে সেন্ট মার্টিনে ছিলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন পর সেন্ট মার্টিন এসেছি। তাদের সামনে তিলে তিলে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল।