চুয়াডাঙ্গার জীবননগরে শুভসংঘের উদ্যোগে ‘শুদ্ধ বানান ও উচ্চারণে ভাষার যত্ন’ বিষয়ে একদিনের কর্মশালা হয়েছে। শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন ব্যাকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক রুহুল আমিন মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সৈয়দ আবদুল জব্বার, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু ও বসুন্ধরা শুভসংঘ জীবননগর শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। কর্মশালায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে সার্টিফিকেট ও স্কেল উপহার দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের দেশে প্রতি আট কিলোমিটার অন্তর আঞ্চলিক ভাষার পরিবর্তন লক্ষ্য করা যায়। এ কর্মশালা শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বাড়াতে এবং বাংলা ভাষার গাঁথুনি মজবুত করতে সাহায্য করবে। শুভসংঘের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।